মৈনাক ভৌমিকের নুতন ছবি 'ফ্যামিলি অ্যালবাম' এর ট্রেলার নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। আর এর বিষয় হচ্ছে 'সমকামিতা'! ছবিতে সমকামি নারীর চরিত্রে জনপ্রিয় আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী ও পাওলি দাম অভিনয় করে যেন সেই আলোচনাকে আরো উস্কে দিলেন। সমালোচকদের প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত এখন পরিচালক।
যদিও নির্মাতা মৈনাক 'ফ্যামিলি অ্যালবাম' ছবিটিকে মিষ্টি প্রেমের ছবি বলে উল্লেখ করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, 'এটা মোটেই 'ফায়ার'র মতো সিরিয়াস ছবি নয়। আবার সস্তা হিন্দি ছবির মতোও নয়। এটা একটি মিষ্টি প্রেমের ছবি'।
এ ব্যাপারে স্বত্বিকা মুখার্জী বলেন 'ধুর, একেবারেই লেসবিয়ান ফিল্ম নয়। আমি আর পাওলি লেসবিয়ান এটা কি কেউ বিশ্বাস করবে? উই বোথ লভ মেন'।
এখন দেখার বিষয়, 'ফ্যামিলি অ্যালবাম' কি সত্যিই সমকামিদের পারসেপশন নিয়ে করা, নাকি মৈনাকের ভাষায় মিষ্টি প্রেমের ছবি। এর জন্য অবশ্য অপেক্ষা করতে হবে ছবিটি মুক্তির আগ পর্যন্ত! সমালোচকদের বক্তব্য- স্বাভাবিক প্রেম নিশ্চয়ই নারীতে নারীতে হয় না।
ট্রেইলারের ভিডিও লিঙ্ক:https://www.youtube.com/watch?v=bWjovJZNVYM
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ