ভালবেসে বিয়ে করেছিলেন দুই ভুবনের দুই তারকা হৃদয়-সুজানা। কিন্তু এক বছরও টিকলো না সংসার। কয়েক মাসের মান-অভিমান পর্ব শেষে গত ৬ এপ্রিল দু'জনের সম্পতিতেই বিবাহ বিচ্ছেদ হয় তাদের। বিয়ে, অতঃপর বিচ্ছেদ নিয়ে দু'জনের মধ্যেই আছে অনুশোচনা, আছে অনুরাগ। আলাদা হওয়ার পরও একে অন্যের মঙ্গল কামনা করে বক্তব্য দিয়েছেন মিডিয়ার কাছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভালবাসার বন্ধন ছিড়তে চাইলেই কি ছেড়া যায়? নদী শুকিয়ে গেলেও থেকে যায় দাগ। মনের মধ্যে চলে তোলপাড়। সেই বিচ্ছেদের ক্ষত শুকাতে হৃদয় খান দ্বারস্থ হয়েছেন বিশাল সমুদ্রের।
হৃদয় খান এখন কক্সবাজারে। তার ঘনিষ্ঠ সূত্র বলছে, অবসাদ থেকে রক্ষা পেতে সমুদ্রস্নানে গেছেন হালের জনপ্রিয় এ গায়ক। বিচ্ছেদের ঘটনার আগে ও পরে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি হৃদয়। নিজের বক্তব্য পরিষ্কার রাখার জন্য ফেসবুককেই বেছে নিয়েছেন তিনি। সৈকতে বসে সাগরের দিকে উদাসভাবে তাকিয়ে আছেন- এমন কিছু ছবি তার ফ্যানপেজে দিয়েছেন হৃদয়।
গত ৬ এপ্রিল সুজানার সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর হৃদয় পয়লা বৈশাখের একটি শো আর একটি টিভি অনুষ্ঠানে হাজির ছিলেন। অন্যদিকে সুজানাও শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পৃথক পৃথিবীতে দু’জনই নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করছেন। কিন্তু কতটুকু পারছেন সেটা তারাই ভাল জানেন। তবে হৃদয়-সুজানার ভক্তরা এখনও চান তাদের প্রিয় তারকারা সব ভুল-ত্রুটি শুধরে ফের এক হয়ে যাবেন। জীবনে প্রকৃত ভালবাসা একবারই আসে, সুনামির ঢেউ আসতেই পারে কিন্তু সেই ঢেউকে পাশ কাটিয়ে হাতে হাত ধরে সামনে এগিয়ে চলার নামই জীবন।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ