আমির খানের নতুন চলচ্চিত্র 'দঙ্গল'-এ তাকে তিন মেয়ের বাবার চরিত্রে দেখা যাবে। আর ওই চরিত্রগুলোর জন্য অডিশনের আহ্বান করা হয়েছে। তাতেই সাড়া দিয়েছেন ২১ হাজার তরুণী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আমিরের মেয়ের চরিত্রে পরিচালক নিতেশ তিওয়ারি একদম নতুনদের নিতে চান। তাই এ অডিশনের আয়োজন। অভিনেত্রী নির্বাচন চলবে কয়েক মাস ধরে। প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিতদের স্ক্রিন টেস্টের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এর পরই আসবে মূল চ্যালেঞ্জ।
কুস্তিগির মহাবীর ফোগাতের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে ‘দঙ্গল’। এখানে আমির খানকে বিভিন্ন বয়সী চরিত্রে দেখা যাবে। এরই মধ্যে তিনি চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়েছেন ২২ কেজি।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ