টাইটানিক ছবিতে 'জন্মদিনের পোশাকে' খোলামেলা দৃশ্যে অভিনয় করেছিলেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট। দি রিডার ছবিটাই তৈরি হয়েছে কম বয়সী এক যুবকের সঙ্গে শারীরিক সম্পর্ককে ঘিরে। সেখানে একাধিক দৃশ্যে কেটকে বিছানায় নগ্ন দেখা গেছে। সেই কেট এবার জানালেন তিনি বিকিনি পরবেন না।
পোশাক ছাড়াই যে অভিনেত্রী ক্যামেরার সামনে দাঁড়াতে কুণ্ঠাবোধ করেন না তার মুখে এমন কথায় বিষ্মিত হয়েছেন অনেকেই। এ ব্যাপারে কেট গণমাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে তিনি বিকিনি পরবেন না, কারণ তার শরীর এখন বিকিনি পরার জন্য ফিট নয়।
গত প্রায় দুই বছর তিনি অভিনয়ে ছিলেন না। অন্তঃসত্ত্বা হওয়ার পর তিনি অভিনয় থেকে ছুটি নিয়েছিলেন। ১৬ মাস আগে তিনি মা হয়েছেন। ভালোভাবে সন্তানের যত্ন নেওয়ার জন্যই তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতির পর তিনি আবারো অভিনয়ে ফিরেছেন। তবে সন্তান জন্ম দেওয়ার পর তার সৌন্দর্য এখনো স্বাভাবিক অবস্থায় আসেনি। এরই মধ্যে তিনি নতুন ছবিতে অভিনয় শুরু করেছেন। নতুন ছবির পরিচালক তাকে বিকিনি পরতে অনুরোধ করেছিলেন। কিন্তু, তিনি বিকিনি পরতে অস্বীকার করেন।
বিকিনি পরতে অপারগতার কারণ সম্পর্কে কেট জানান, বিকিনি পরার জন্য শরীর জিরো সাইজ দরকার। কিন্তু তিনি এখন জিরো সাইজে নেই। তাই তিনি বিকিনি পরবেন না। তিনি বলেন, পর্দায় তাকে খারাপ দেখাক তা তিনি চান না। শরীর ঠিক করতে পারলে তখন বিকিনি পরার কথা বিবেচনা করে দেখবেন।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ