৭২ বছর বয়সী অমিতাভ বচ্চন ব্যস্ততার ফাঁকে যেটুকু অবসর পান সেটা নাতনি আরাধ্যর সঙ্গে কাটাতেই বেশি ভালোবাসেন। তিন বছরের নাতনির সঙ্গে ছবি পোস্ট করে বিগ বি নিজের ব্যক্তিগত ব্লগে লিখেছেন, প্রত্যেক ঘণ্টায় আরাধ্য নতুন কিছু শেখে...সারাক্ষণ কথা বলে...যত প্রশ্ন আপনি কল্পনা করতে পারবেন...ওর সঙ্গে সময় কাটাতেই সবচে' ভালো লাগে আমার। ওর বানানো গল্প, ওর অনুভূতি, ওর বন্ধুরা, ওর খেলনা ওর বাড়ি!!!...এই সময়টাই মানুষের জীবনের সবচে' সুন্দর...বাইরের খারাপ পৃথিবীটার সঙ্গে পরিচয় হওয়ার আগেই!
বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল, ২০১৫/ রশিদা