সুভাষ ঘাই পরিচালিত ১৯৮৩ সালের জনপ্রিয় মুভি 'হিরো'র রিমেক করছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খান। মুভিটির রিমেকের নামও 'হিরো' রাখা হয়েছে। এর দুটি মূল চরিত্রে অভিনয় করছেন আদিত্য পানচৌলির ছেলে সুরজ ও সুনীল শেঠির মেয়ে অাথিয়া। আর মুভিটির একটি সেক্সি আইটেম গানে দেখা যাবে 'কিক' খ্যাত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দাজকে। লক্ষণীয় হলো, বন্ধু সাল্লুর [সালমান] খাতিরেই নাকি গানটিতে অংশ নিতে রাজি হয়েছেন জ্যাকুলিন। 'কিক'এ তার সাফল্যের পেছনে যে সাল্লু বড় ভূমিকা রেখেছেন তাকে তাহলে কি করে 'না' বলতে পারেন তিনি? মুম্বাই মিররকে একটি সূত্র একথা জানিয়েছে।
সূত্রটি জানায়, হিমেশ রেশামিয়ার কম্পোজিশন করা একটি গানে সুরজ পানচৌলির সঙ্গে নাচবেন জ্যাকুলিন। আর গানটির শুটিং হবে মে মাসে।
উল্লেখ্য, 'হিরো' মুভির মধ্য দিয়েই প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে আসছেন সালমান খান।
বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল ২০১৫/শরীফ