গত ১২ বছরের মতো এবারও লোরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে হাঁটবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দেখা যাবে লোরিয়েলের অপর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ফ্যাশনিস্ট সোনম কাপুরকেও। তবে এবার রেড কার্পেটে ক্যাটরিনা কাইফকে দেখা যাবে কি না, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে।
ঐশ্বরিয়া এবং সোনমের মতো ক্যাটরিনাও লোরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তবে কানের রেড কার্পেটে হাঁটছেন যেসব তারকা, সে তালিকায় নাম নেই তার। লোরিয়েলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, 'যদি সোনম কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে কানের রেড কার্পেটে দেখতে উৎসাহী হন তাহলে রিটুইট করুন।'
লোরিয়েলের পক্ষ থেকে ক্যাটরিনার নাম ঘোষণা করা হয়নি। ১৩ থেকে ২৪ মে টানা ১২ দিন ধরে চলবে কান ফিল্ম ফেস্টিভাল। বর্তমানে 'ফ্যান্টম', 'জগা জাসুস' ও 'ফিতুর' ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্যাটরিনা। লোরিয়েলের সিদ্ধান্ত ও কান ফিল্ম ফেস্টিভালে যোগদান বিষয়ে এখনো মুখ খোলেননি ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। তবে কী লোরিয়েলের সেলিব্রেটি এনডোর্সমেন্ট থেকে বাদ পড়ছেন ক্যাটরিনা?