বাংলাদেশের খ্যাতিমান পোশাক ডিজাইনার বিবি রাসেল রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারত যাচ্ছেন। ভারতের রাজস্থান খাদি ও গ্রাম উদ্যোগ বোর্ডের উদ্যোগে রাজস্থান রাজ্য সরকার সেখানকার কুটির শিল্পের উন্নয়নে বিবি রাসেলকে আমন্ত্রণ জানিয়েছে। সফরে বিবি রাসেল সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা, উদ্যোগ ও জীবিকানির্বাহের নানা উপায় সম্পর্কে রাজস্থানের শিল্পীদের জানাবেন। গতকাল ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। হাইকমিশন জানায়, রাজস্থানের টেক্সটাইলকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার উদ্যোগের অংশ হিসেবে বিবি রাসেলের এই সফর। এ ছাড়া ২৬ এপ্রিল জয়পুরে একটি প্রদর্শনীর আয়োজন করে বিবি রাসেলসহ তিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর পণ্য প্রদর্শন করা হবে।