পাঁচ বছর বয়সে গানের শুরু সংগীতশিল্পী নদীর। ২০০৪ সালে নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন ও প্রেসিডেন্ট কাপ জেতার পর ২০০৮ সালে ছায়নট রবীন্দ্রসংগীতে প্রথমস্থান লাভ করেন। ২০০৯ সালে চ্যানেল আই সেরাকণ্ঠে হন দ্বিতীয় রানার আপ। অবশেষে স্বনামে প্রথম একক অ্যালবাম প্রকাশ করলেন সেরাকণ্ঠ তারকা নদী। ১৩টি গান নিয়ে সাজানো হয়েছে এটি। যার মধ্যে রয়েছে পাঁচটি দ্বৈত গান। দুটি গানে তার সহশিল্পী হিসেবে আছেন বাপ্পা মজুমদার ও তাহসান। অ্যালবামের সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার, তাহসান, হৃদয় খান, আরিফিন রুমি, রাফা, জুয়েল মোরশেদ, সাজিদ সরকার ও ইমরান। নদী বলেন, সত্যিই আমি অনেক আনন্দিত। অ্যালবামটি নিয়ে প্রত্যাশা রয়েছে অনেক। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।' এটি প্রকাশ করেছে ডেডলাইন।