শ্রেয়ার ঘরে আরও একটি সম্মান। সম্প্রতি এক বেসরকারি মিডিয়া সংস্থানের আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবছর সেরা গায়িকার সম্মানটি পেলেন শ্রেয়া ঘোষাল।
অভিনয়, গান বিভিন্ন ক্যাটাগরির একটি তালিকা বেশ কিছুদিন আগে প্রকাশ করেছিলেন এই গণমাধ্যমটি। যে তালিকা থেকে পাঠকরা বেছে নিয়েছেন তাঁদের পছন্দের গায়িকাকে।
‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে ‘মনওয়া লাগে রে’ গানটির জন্য এবছর সেরা গায়িকার তকমাটি পেয়েছেন তিনি।