গতকাল থেকে ফিল্মপাড়ায় গুঞ্জন উঠেছে হালের আলোচিত নায়িকা পরিমণী নাকি সিডিউল ফাঁসিয়ে কোনো এক এমপি’র বাসায় ডিনার করেছেন। সময়ের সাথে পাল্লা দিয়ে খবরটি বিভিন্ন নিউজ পোর্টালে বেগবান হচ্ছে।
সম্প্রতি এস এ হক অলিকের পরিচালনায় ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির শুটিং করতে সিলেটে যান পরীমনি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। শোনা যাচ্ছে, পরীমণি নাকি গত ২০ এপ্রিল রাতের ফ্লাইটে ঢাকায় চলে আসেন। আসার আগে পরিচালককে বলে আসেন রাতে এক সংসদ সদস্যের বাসায় ডিনারের দাওয়াত রয়েছে। কিন্তু পরিচালক নাকি পরীমনিকে আসতে বারণ করেন। শেষ পর্যন্ত ২১ তারিখ সকালের ফ্লাইটে সিলেটে ফেরার প্রত্যয় ব্যক্ত করে ঢাকায় আসেন পরী। অথচ সকালে না ফিরে তিনি নাকি রাতেও সিলেট ফেরেননি। এ নিয়ে নানারকম গুঞ্জন উঠেছে।
কেউ কেউ আবার বলছেন এ কারণে শাকিবের মতো নায়কের শুটিং সিডিউল নষ্ট হয়ে গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, ঢাকায় ফেরার ঘটনাটি সত্য, তবে এর মধ্যে অনেক কিছুই মুখরোচকভাবে সংবাদ পরিবেশন করা হচ্ছে। ২০ তারিখ রাতের ফ্লাইটে আমি ঢাকায় ফিরিনি। রাত ৯টায় সড়ক পথে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেই। রাত সাড়ে ৩টা নাগাদ ঢাকায় পৌঁছি। তাহলে আমি সংসদ সদস্যের বাসায় ডিনার করলাম কিভাবে। যারা এসব খবর ছড়িয়েছেন তাদেরকে চ্যালেঞ্জ করে আমি একথাটা বললাম। এর চেয়ে বেশি আর কি বলার আছে।
তাহলে ঢাকায় প্রত্যাবর্তন কেন? এ প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, পরিচালক অলিক ভাইয়ের সঙ্গে শুটিং নিয়ে কিছুটা মনোমালিণ্য হয়েছিল। তাই তাকে না বলে চলে আসি। এখন আর কোনো রাগ বা ক্ষোভ নেই। তাই আজ বুধবার সকালের ফ্লাইটে সিলেটে এসেছি। কিছুক্ষণ পর শুটিং স্পটে যাব। অলিক ভাই নিজেও জানে না আমি ঢাকায় ফিরেছিলাম। তাহলে কিভাবে এটা খবর হয় যে, আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে ঢাকায় ফিরেছিলাম।
অন্যদিকে, বাংলাদেশ প্রতিদিনকে পরিচালক এস এ হক অলিক বলেন, আমিও শুনেছি এ ধরনের কিছু খবর ছড়িয়েছে। আসলে আমার শুটিংয়ের টেক নিয়ে কিছু মনোমালিণ্য হয়েছিল পরীমণির সঙ্গে। সব পরিচালকই চায় তাদের অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে সেরা কাজটা আদায় করে নিতে। আমিও সেটাই চাই। তাই কয়েকটা শট বেশ কয়েকবার টেক করার পর ওকে হয়েছিল। এটা নিয়েই কিছুটা ভুলবোঝাবুঝি হয়েছিল পরীর সঙ্গে। এছাড়া আর কিছুই নয়।
উল্লেখ্য, আরও ভালো বাসবো তোমায় ছবিটির শুটিং আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে সিলেটের বিভিন্ন লোকেশনে।