বলিউড সুপারস্টার সালমান খানের ১০ বছরের কারাদণ্ড হতে পারে। ২০০২ সালে ‘হিট এন্ড রান’ নামের এক মামলায় অভিযোগ প্রমানিত হলে এই সাজা পেতে হবে তাকে।
দীর্ঘ তেরো বছর পর ‘হিট এন্ড রান’ মামলার শুনানি শুরু হয় গত ২০ এপ্রিল সোমবার। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে ২১ এপ্রিল মামলার শুনানি শেষ হয়। শুনানিতে মামলার উভয় পক্ষের যুক্তি শুনেন বিচারক। এরপর আগামি ৬ মে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। জানা গেছে, শেষ পর্যন্ত ‘হিট এন্ড রান’ মামলায় সালমান খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ বছর কারাণ্ড ভোগ করতে হতে পারে এই অভিনেতার।
উল্লেখ্য, ২০০২ সালের সেপ্টেম্বরে ঘুমন্ত মানুষের ওপর গাড়ি চালিয়ে একজন নিহত ও চারজন আহত হওয়ার অভিযোগের ভিত্তিতে সালমানের বিরুদ্ধে এই মামরা দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।