অভিনয়, মডেলিং আর উপস্থাপনা দিয়ে সকলের নজর কাড়লেও এবার গান নিয়ে নিজেকে উপস্থাপন করবেন সারাহ জেন। মন দিয়েছেন গানের তালিমে। শিখছেন অ্যাকুয়াস্টিক গিটার।
শৈশব থেকেই সংগীতের প্রতি প্রবল আগ্রহ ছিল বলে জানিয়েছেন বলিউডের অভিনেত্রী সারাহ জেন। গানে তিনি এতোটাই মজেছেন যে, চলতি বছরের ‘ভ্যালেন্টাইন ডে'-তে ‘ফরগট টু বি মি’ নামে তার প্রথম একক সংগীতের অ্যালবামও প্রকাশ করেছেন। বর্তমানে তিনি একজন পার্সিয়ান সংগীতজ্ঞের কাছ থেকে গানের বিভিন্ন কলাকৌশল শিখছেন।
সারাহ জেন ডায়াসের জন্ম ভারতের মুম্বাইয়ে। তবে শৈশব-কৈশোর কেটেছে ওমানের মাসকট শহরে। মাত্র ১৪ বছর বয়সে 'মিস ইন্ডিয়া ওমান' খেতাব জয় করেছিলেন তিনি। পরবর্তীতে মুম্বাইয়ে ফিরে মডেলিং আর উপস্থাপনায় নিজের প্রতিভার ঝিলিক দেখালেন। ২০০৬ সালে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয়েরও সুযোগ পেয়ে যান তিনি। এরপর ভারতে এসে মিস ফেমিনা ওয়ার্ল্ড'-এর মুকুটও ছিনিয়ে নেন এই অভিনেত্রী। হিন্দি গেইম, পাঞ্জা, ও তেরি এবং হ্যাপি নিউ ইয়ার সিনেমায় অভিনয় করার পাশাপাশি একাধিক তামিল ও তেলেগু ছবিতেও অভিনয় করেছেন সারাহ জেন।
বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল, ২০১৫/ রশিদা