চারদিকে কেমন ভ্যাঁপসা গরম। এমন গরমে কে না চাইবে একটু শীতল পরশ গায়ে মাখতে! হ্যাঁ, তারকা সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলিনা গোমেজও শীতল পরশ গায়ে মাখতে সোজা চলে গেলেন মেক্সিকো সমুদ্র সৈকতে। তাই বলে শুধু বিকিনি পরে!
তাতে কি! শর্টস পরা তো সেলিনার জন্য এখন ডালভাত। এর আগে লেখাবো না লেখাবো না করেও নগ্নতার খাতায়ও নাম লিখিয়েছেন মার্কিন এই অভিনেত্রী। ভি ম্যাগাজিনের সর্বশেষ প্রকাশিত সংখ্যায় টপলেস অবস্থায় বিভিন্ন ছবিতে দেখা গেছে এই কিউটিকে।
সেলিনা গোমেজ সম্প্রতি অবসর কাটাতে গিয়েছিলেন মেক্সিকো সমুদ্র সৈকতে। সেখানে গিয়ে বিকিনি পরে পোজও দেন ২২ বছর বয়সী এই সুন্দরী। আর সেই বিকিনি পরা ছবিগুলো নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করা মাত্রই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি।
বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল ২০১৫/শরীফ