টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী ও নুসরাত ঢাকায় আসছেন। এ দেশে তাদের অভিনীত 'খোকা ৪২০' ছবির মুক্তি উপলক্ষে এই আসা। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজের কর্ণধার অশোক ধানুকার বরাত দিয়ে ছবির আমদানিকারক প্রতিষ্ঠানের একটি সূত্র এ তথ্য জানায়। সূত্রমতে, সম্প্রতি একটি ছবির মহরত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন অশোক ধানুকা। তখন তিনি বলেন, এ সুপারহিট ছবিটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলে আমি আনন্দিত। এতে দুই বাংলার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক এবং সংস্কৃতির আদান-প্রদান আরও জোরদার হবে। ২৪ এপ্রিল ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে। ছবির মুখ্য অভিনয় শিল্পীদের এখানে আনার চেষ্টা করছি। দেব কলকাতার বাইরে থাকায় তার আসার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। শুভশ্রী ও নুসরাতের শুটিংয়ের শিডিউলের ফাঁকে সময় সুযোগ করে ছবিটি চলাকালে তাদের ঢাকায় আনতে চাই। এটি হবে এ দেশের দর্শকের জন্য বাড়তি পাওনা। বিনিময় নীতিমালার অধীনে স্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠান খান ব্রাদার্স 'খোকা ৪২০' ও 'খোকাবাবু' ছবি দুটি আমদানি করে। 'খোকাবাবু' শিগগিরই মুক্তি পাবে। 'খোকা ৪২০' কাল দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর বিপরীতে ৮টি ঢাকার ছবি কলকাতায় পাঠায় প্রতিষ্ঠানটি। এর মধ্যে 'মা আমার স্বর্গ' ছবিটি সম্প্রতি কলকাতায় মুক্তি পায়। খান ব্রাদার্সের সূত্র জানায়, এ ছবির শিল্পীদের এখানে আনার ব্যাপারে আমাদের কোনো উদ্যোগ বা আয়োজন নেই। ছবির প্রযোজক অশোক ধানুকা ইচ্ছা প্রকাশ করেছেন। তার ইচ্ছাকে সাধুবাদ জানাই। তবে শিল্পীদের আসার ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি। দেব রয়েছেন দেশের বাইরে। শুভশ্রী ও নুসরাত ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন। তবে অশোক ধানুকার যখন আগ্রহ রয়েছে তাহলে হয়তো তাদের আনার ব্যবস্থা করতে পারবেন। শুভশ্রী ও নুসরাত বা তাদের যে কোনো একজন এলে কী ধরনের আয়োজন করা হবে জানতে চাইলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, যেসব প্রেক্ষাগৃহে ছবিটি চলবে সেখানে দর্শকদের সঙ্গে শুভেচ্ছাবিনিময়ের জন্য তাদের নিয়ে যাওয়া হবে। এ ছাড়া অন্য কোনো অনুষ্ঠানের চিন্তা-ভাবনা নেই। তারা দুজন নাকি ঢাকার আকর্ষণীয় স্থান ঘুরে দেখতে চেয়েছেন। তবে ঢাকার বাইরে যাওয়ার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে এবার তা সম্ভব হবে না।
দেব ও শুভশ্রী এর আগে বাংলাদেশে এসেছিলেন। তাদের সেই আসা ছিল ছবির শুটিংকে ঘিরে। শুভশ্রী আসেন অনন্য মামুনের পরিচালনায় 'আমি শুধু চেয়েছি তোমায়' শুটিংয়ে আর দেব আসেন কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর 'বুনোহাঁস' ছবির শুটিং উপলক্ষে। তখন তারা ঢাকা ও ঢাকার বাইরে কয়েকটি লোকেশনে কাজ করে ফিরে যান। ইচ্ছা থাকা সত্ত্বেও কোথাও বেড়াতে যেতে পারেননি। নুসরাত অবশ্য এ পর্যন্ত এ দেশে আসেননি। প্রতিষ্ঠানটি জানায়, শেষ পর্যন্ত কেউ না এলেও হতাশ হওয়ার কিছুই নেই। বড় পর্দায় তাদের দেখতে পাবে দর্শক।