ভারতের জনপ্রিয় গায়ক মিকা সিং এবার ঢাকায় আসছেন। তিনি বাংলাদেশী ভক্তদের গান শোনাবেন। গান গাওয়ার পাশাপাশি গীতিকার এবং সুরকার হিসেবেও খ্যাতি পাওয়া এ গায়ক আগামী ১৫ মে বসুন্ধরা কনভেনশন সেন্টারে গান করবেন। অনুষ্ঠানের নাম 'মিকা সিং নাইট'। এটি আয়োজন করেছে এম বায়িং। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তুহিন বড়ুয়া বলেন, 'বাংলাদেশের দর্শকদের একটু ভিন্ন ধাচের গান উপহার দেবার জন্য আমরা মিকা সিংকে আনছি। এটা তার একক কনসার্ট।' মিকা সিং প্লেব্যাক করেন হিন্দি, তেলেগু, মারাঠি এবং বাংলা সিনেমায়। সর্বশেষ কলকাতার 'হিরোগিরি' ছবিতে গেয়েছেন। জানা গেছে নির্দিষ্ট দর্শনীর মাধ্যমে দর্শকরা এটি উপভোগ করতে পারবেন। কনসার্টের টিকিট পাওয়া যাবে 'রঙ' 'বোমার্স, কাবাব ফেক্টরি ও 'ই-টিউনস ডট কম'-এ।