'কিক' ছবিতে জ্যাকুলিন ফার্নান্দেজের গুণের মুগ্ধতা এখনো কাটেনি সালমানের। তাই ঘরোয়া প্রযোজনা নির্মিতব্য রিমেক 'হিরো'তেও থাকছেন এ লঙ্কান সুন্দরী। সূত্রে জানা গেল, সালমান আসলে জ্যাকুলিনকে নায়িকা নয়, সিনেমাটার একটা অংশ বানাতে চেয়েছিলেন। এটা তেমন কোনো চরিত্র নয়। জ্যাকুলিন কেবল একটা আইটেম নম্বরে থাকছেন। সালমান এখন বক্স অফিসের রাজা। তাই তার এমন প্রস্তাব ফিরিয়ে দেওয়া নেহাতই বোকামি। জানা গেল, হিরোর রিমেকে অভিষেক ঘটতে যাচ্ছে নতুন নায়ক সুরজ পানচোলির।