বলিউডে এখন পর্যন্ত আইটেম গানের রাজ্যত্বে তিনি রাণী। ‘দিল সে’ থেকে ‘দাবাং’ এর মতো গানের তালে তার মতো নেচেছে সিনেপ্রেমীরাও। কিন্তু তিনি নিজে আইটেম শব্দটি পছন্দ করেন না। হ্যাঁ, বলা হচ্ছে মালাইকা অরোরা খানের কথা।
তিনি নায়িকা নন, তবে ছবিতে তিনি থাকলে তার ভূমিকা নায়কের থেকে কম থাকে না। একটা গানের নাচেই ছবিকে তিনি যে গতি দিয়ে দেন, তার তুলনা মেলা ভার। তার পথ ধরে ঐশ্বরিয়া রাই থেকে মাধুরী দীক্ষিতের মতো নায়িকারাও আইটেম সংয়ের নাচে অংশ নিয়েছেন।
তার নিজের ছেলে কেমনভাবে নেয় সে গানকে? মালাইকা অরোরা খান জানালেন, তার নাচ ছেলেকে তেমনভাবে প্রভাবিত করে না। ছেলের কোনো নাচ ভালো লাগলে সে তা জানিয়ে যায়।
ব্যক্তিগতভাবে আইটেম গানের বদলে তিনি এ ধরনের গানকে ‘স্পেশাল’ সংই বলতে চান। নাচের ক্ষেত্রে তাকে এখনই কিংবদন্তি হেলেনের সঙ্গে তুলনা করা হয়। তবে সে তুলনায় নারাজ মালাইকা। আপাতত তাকে দেখা যাবে এক রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৫/মাহবুব