বেবি ডলের অপেক্ষায় সেই স্প্লিটস ভিলা। ভিলার শান্ত নিরিবিলি কক্ষ, খোলা আকাশ, সুইমিংপুল সবকিছু অপেক্ষা করে আছে বলিউডের এ সময়ের সবচেয়ে আলোচিত অভিনেত্রী সানি লিওনের জন্য। তবে শুধু সানির জন্য নয়, যারা তার সঙ্গে থাকছেন তাদের জন্যও।
এমটিভি স্প্লিটস ভিলার নতুন সিজন শুরু হতে যাচ্ছে। আগের সিজনের মতো সিজন ৮ সঞ্চালনা করবেন বলিউডের বেবিডল সানি ও রণবিজয়।
প্রথমবার স্প্লিটস ভিলায় সানির উপস্থিতি নিয়ে শোরগোল উঠেছিল। দোষ তার পর্ণতারকা খেতাব। কিন্তু আকাশছোঁয়া টিআরপির স্রোতে ভেসে যায় সে সব। আর সেই কথা মাথায় রেখে এবারও প্রযোজনা সংস্থা আমন্ত্রণ জানিয়েছে সানিকে।
অন্যদিকে এমটিভির আরেক জনপ্রিয় অনুষ্ঠান ‘রোডি’র সুবাদে সানির সহ-উপস্থাপক রণবিজয়েরও ভক্ত কম নয়। তাই সানি ও রণবিজয়ের উপস্থিতিতে জমে উঠবে স্প্লিটস ভিলার নতুন মৌসুম।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৫/ এস আহমেদ