ঢালিউড অভিনেতা শাকিব খানের বিপরীতে এস এ হক অলিক পরিচালিত 'আরো ভালোবাসবো তোমায়' ছবিতে এবার অভিনয় করছেন অভিনেত্রী ববি। তবে নায়িকা হিসেবে নয় একটি অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন অভিনেত্রী পরীমনি।
ছবিটিতে বেশ কয়েকজন সুপারস্টারদের দেখানো হবে। তেমনিই একটি চরিত্রে দেখা যাবে ববিকে।
এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে ববি বলেন, বৃহস্পতিবার বিকেলে সিলেট এসেছি। আজ শুক্রবার শুটিং চলছে। ছবিতে আমি একটি অতিথি চরিত্রে অভিনয় করছি।
এর আগে, শাকিব খানের সঙ্গে 'ফুল এন্ড ফাইনাল', 'রাজত্ব' ও 'হিরো দ্যা সুপারস্টার' ছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী।
আজ শাকিবের সঙ্গে শুটিংয়ে অংশ নেন ববি। সেখানে ছবিটির শুটিং চলবে ২৬ তারিখ পর্যন্ত।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৫/মাহবুব