'ভয়ঙ্কর সুন্দর' সিনেমার শুটিংয়ের প্রথম দিনেই গলায় মাছের কাঁটা বিঁধিয়েছেন অভিনেত্রী ভাবনা। দুপুরের খাবার খাওয়ার সময় তার গলায় মাছের কাঁটা আটকে যায়। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও পরে ডাক্তারের দরজায় কড়া নাড়তে হয় নবাগতা এ নায়িকাকে।
২৩ এপ্রিল থেকে বিএফডিসিতে শুরু হয়েছে অনিমেষ আইচের নতুন সিনেমা 'ভয়ঙ্কর সুন্দর'- এর শুটিং।
গলায় কাঁটা বিঁধলেও অভিনয় চালিয়ে যান ভাবনা। পরে বাড়তে থাকে ব্যথা। শুটিং শেষ করেই তাই ডাক্তারের কাছে দৌঁড়ান তিনি। বিরল এ অভিজ্ঞতার কথা ভাবনা জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে।
ভাবনা তার ফেসবুক পেজে লিখেছেন, ''শুটিংয়ের প্রথম দিনই জরুরি ভিত্তিতে সেটে আসতে হলো। দুপুরে মাছের কাঁটা বিঁধলো। সম্ভবত রুই মাছের কাটা। সারাদিন এই কষ্ট নিয়ে শুট করলাম। মনে হচ্ছিল-গলা ছিঁড়ে যাচ্ছে। শুটিং শেষ করে ডাক্তারের কাছে যাই। অবশেষে ডাক্তার মস্তবড় একটা কাটা বের করলো। ডাক্তার তখন বললেন, 'আপনার আরও আগে আসা উচিৎ ছিল'। তো কারও যদি গলায় কাঁটা আটকে যায় ডাক্তারের কাছে চলে যাবেন। আলহামদুলিল্লাহ। আমার আর কাটা নেই।'
অনিমেষ আইচ নির্মিতব্য ভয়ংকর সুন্দর সিনেমার প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন ভাবনা। এ সিনেমাটির জন্য গত এক বছর অভিনয় থেকে দূরে ছিলেন এ অভিনেত্রী। অবশেষে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এতে ভাবনার বিপরীতে অভিনয় করছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া প্রথম দিনের শুটিংয়ে আরো অংশ নেন ফারুক আহমেদ, মনিরা মিঠু, দিহান প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৫/ এস আহমেদ