হলিউডের 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' মুভি সিরিজের অষ্টম সংস্করণ 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮' ২০১৭ সালের এপ্রিলে মুক্তি পাবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সিনেমা হল মাকিকদের এক সমাবেশ বসেছিল। সেখানেই একথা জানিয়েছেন অভিনেতা ভিন ডিজেল। এইসশোবিজডটকম নামে একটি সেলিব্রেটি ওয়েবসাইট তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। খবর দ্য হিন্দুর
২০১৭ সালের ১৪ এপ্রিল উত্তর আমেরিকায় 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' সিরিজের এই সিক্যুয়ালটি মুক্তি দেওয়া হবে বলে অভিনেতা ডিজেল জানান। 'ফিউরিয়াস-৮' সেরা মুভি হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত অভিনেতা পল ওয়াকারকে ছাড়া এই প্রথম 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' সিরিজের কোনো মুভি নির্মিত হচ্ছে।
'ফিউরিয়াস-৮' মুভিটি সম্পর্কে এখনো আর তেমন বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এতে অভিনেতা ডিজেল ও কার্ট রাসেল এবং অভিনেত্রী ইভা মেন্ডেস অভিনয় করছেন বলে শোনা যাচ্ছে। জেমস ওয়ানও যথারীতি মুভিটি পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল ২০১৫/শরীফ