এই তো কিছু মাস আগেও ছিলেন পর্নস্টার। এরপর সেখান থেকে এখন বলিউডে নিয়মিত আইটেম গান কিংবা ছবিতে তাকে দেখা যায়। শুধু তাই নয় বলিউডে তার কদর অন্য যে কোন নায়িকাদের তুলনায় কম নয়। এর কারণ ভারতে তার বিপুল জনপ্রিয়তা। এজন্য হুমড়ি খেয়ে পড়েন চলচ্চিত্র প্রযোজকরাও।
শুক্রবার সানি লিওন অভিনীত ‘কুচ কুচ লোচা হ্যায়’ সিনেমার তিন নম্বর গান ‘আও না’ ইউটিউবে মুক্তি পেয়েছে। এরপর মানুষ হুমড়ি খেয়ে সেই গান শুনতে ও দেখতে ভিডিওটি ক্লিক করেন। মুক্তির ৩০ ঘন্টার মধ্যে ভিডিওটি দেখেছেন প্রায় দেড় লাখ মানুষ।
‘আও না’ ভিডিও গানটিতে লাল শাড়িতে ঝড় তুলতে দেখা যায় সানি লিওনকে। আর তিনি প্রলুব্ধ করছেন বলিউডের সুপরিচিত অভিনেতা রাম কাপুরকে। বর্তমান ভূমিকম্পের দাপটেও সানি লিওনের সিনেমা যে প্রেমিকদের মধ্যে ঝড় বইয়ে দিতে সক্ষম হয়েছেন তা ইউটিউবে ওই দর্শকদের তাকালেই বোঝা যায়।
উল্লেখ্য, সানি লিওন ও রাম কাপুর ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন ইভলিন শর্মা ও নবদীপ ছাবরা। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ মে।
https://www.youtube.com/watch?v=CbNw5F_XB4M
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৫/মাহবুব