চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন আর অডিও অ্যালবামে একসঙ্গে কণ্ঠ দেওয়ার পর প্রথমবার হাবিব-ন্যান্সি এক জিঙ্গেলে কণ্ঠ দিলেন। একটি আবাসন প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তারা। সম্প্রতি হাবিব ওয়াহিদের স্টুডিওতে জিঙ্গেলটির রেকর্ডিং হয়। হাবিব-ন্যান্সির এই জিঙ্গেলের সঙ্গে পর্দায় ঠোঁট মেলাবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মিম। ন্যান্সি বলেন, 'ক্যারিয়ারে যত জিঙ্গেলে কণ্ঠ দিয়েছি তার মধ্যে হাতেগোনা দু'একটি বাদে প্রায় সবগুলোই হাবিব ভাইয়ের সুর ও সংগীতে। অনেক দিন পর আবারও হাবিব ভাইয়ের সুর ও সংগীতে জিঙ্গেলের কাজ করলাম।