বলিউডের নাম্বার ওয়ান অভিনেতা সালমান খানের জন্য এবার হলিউডে অভিনয়ের হাতছানি! তাও যেনতেন মুভি নয়, চরম জনপ্রিয় মুভি 'দ্য এক্সপেন্ডেবল'র সিক্যুয়ালে।
সম্প্রতি 'দ্য এক্সপেন্ডেবল' সুপারস্টার সিলভেস্টার স্টেলোনের প্রশংসা করে সালমান খান একটি টুইট করেন। আর এটি চোখ এড়ায়নি হলিউডের এই সুপারস্টারের। টুইটটি চোখে পড়ামাত্রই সালমান খানকে ধন্যবাদ জানিয়েছেন আরেক টুইটে। শুধু ধন্যবাদই নয়, সালমানের সঙ্গে একসঙ্গে কাজ করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন স্টেলোন।
টুইটে সিলভেস্টার স্টেলোন বলেন, 'আমরা একসঙ্গে যেকোনো একটা অ্যাকশন ছবিতে কাজ করতেই পারি।' 'দ্য এক্সপ্যান্ডেবল'র নতুন সিক্যুয়েলে একসঙ্গে কাজ করার ব্যাপারে সালমানকে প্রস্তাবও দিয়েছেন স্টেলোন!
উল্লেখ্য, সালমান খান সম্প্রতি টুইটারে হলিউড অভিনেতা সিলভেস্টার স্টেলোনকে 'হিরো অব ইওর হিরো' বলে এক টুইটে সম্বোধন করেছেন।
বিডি-প্রতিদিন/২৪ মে ২০১৫/শরীফ