বলিউড অভিনেতা আমির খান এমন একজন অভিনেতা যিনি সিনেমায় চরিত্রের প্রয়োজনে কখনো নিজের ওজন বাড়িয়ে ফেলেন, আবার কখেনো বা ওজন একেবারে কমিয়ে দেন। নতুন মুভি 'দঙ্গল'র প্রয়োজনে আমির খানের স্বাস্থ্যের উন্নতিতে অর্থাৎ বেশি মোটা হয়ে যাওয়ায় দারুন শঙ্কিত তার মা ও স্ত্রী।
'দঙ্গল' মুভির প্রয়োজনে স্বাস্থ্য বাড়িয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। মুভিটিতে তাকে একজন রেসলারের (কুস্তিগির) চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর এজন্য তিনি নিজের ওজন বাড়িয়ে ৯৫ কেজিতে উঠিয়েছেন!
এ সম্পর্কে আমির খান বলেন, 'বর্তমানে আমার ওজন ৯৫ কেজি। এটা দঙ্গলের চরিত্রের জন্য যথেষ্ঠ। কিন্তু ওজন বাড়ানোয় আমার মা ও স্ত্রী দারুণ শঙ্কিত। তারা ভাবছেন, আমি আমার শরীর নিয়ে তাচ্ছিল্য করছি। এমনকি আমি নিজেও তাই ভাবছি!'
'দঙ্গল' মুভির শ্যুটিং চলবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এরপর ঠিকই নিজের ওজন কমিয়ে ফেলবেন বলে জানিয়েছেন আমির খান।
বিডি-প্রতিদিন/২৪ মে ২০১৫/শরীফ