‘স্বপ্নের ইরাবতী’ নামের ধারাবাহিক নাটকে সচেতন, প্রতিবাদী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ জিনিয়া খন্দকার। নাটকের গল্পটা এরকম: ইরাবতী গ্রামের মানুষগুলো খুব সহজ-সরল। তারা বিশ্বাস করে নানা কুসংস্কার, জিন-প্রেত-ভূতের আছর আর অপক্ষমতাকে। একদিন শহর থেকে গ্রামে আসে ইরাবতীর সবচাইতে প্রতাপশালী এবং অভিভাবক বৃদ্ধার নাতনী। সে এসে মানুষের এসব ভ্রান্ত বিশ্বাস আর কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়ায়।
জিনিয়া হলেন কুসংস্কার আর অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাতনি। তিনি বলেন, চমৎকার একটি গল্পের ধারবাহিক 'স্বপ্নের ইরাবতী'। এ নাটকটি আমার জন্য বিশেষ প্লাটফর্ম। কারণ এখানে শর্মিলী আহমেদ, গাজী রাকায়েতের মতো অভিনয় শিল্পীদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। তাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি আমি।
তনিমা হামিদের রচনা ও ফাল্গুনী হামিদের পরিচালনায় ‘স্বপ্নের ইরাবতী’ নামের ১৩ পর্বের ধারাবাহিকটির প্রচার শুরু হবে শিগগির।
উল্লেখ্য, জিনিয়ার প্রথম নাটক কায়সার আহমেদের ‘অবগুণ্ঠন’। এর পর কায়সার আহমেদ পরিচালিত ‘উত্তরাধিকার’, সৈয়দ শাকিল পরিচালিত ‘স্ক্যান্ডাল’, জাহিদুল ইসলাম বিপ্লব পরিচালিত ‘পালাবার পথ নেই, মানিক মানবিক পরিচালিত ‘সংসার সুখের হয় বেদনার গুণে’, মাহফুজ আহমেদ পরিচালিত ‘মাগো তোমার জন্য’, হাফিজউদ্দিন পরিচালিত ‘সাত পুরুষের ঢাকা’সহ অনেকগুলো নাটকে কাজ করেছেন তিনি।
বর্তমানে জিনিয়া অভিনীত বিটিভিতে মামুনুর রশীদের ‘অক্ষয়’, মোস্তাফিজুর রহমানের ‘অপেক্ষা’, এটিএন বাংলায় মোহন খানের ‘নীড় খুঁজে গাংচিল’, আরটিভিতে সঞ্জীত সরকারের ‘মামাবাড়ির আবদার’ নামের ধারাবাহিকগুলো নিয়মিতই প্রচারিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৪ মে, ২০১৫/ রশিদা