বলিউডে নির্মিত হচ্ছে ভারতের জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে নির্মিতব্য সিনেমা ‘আজহার’। ছবিতে আজহারের ভূমিকারয় অভিনয় করছেন ইমরান হাশমি।
বলিউড পাড়ায় গুঞ্জন ছিল এই ছবিতে আজহারউদ্দিনের দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে তা মিথ্যা বলে জানিয়ে দিয়েছেন ছবিটির প্রযোজক একতা কাপুর।
তিনি বলেন, আমার মনে হয় সাংবাদিকরা এমন সব অদ্ভুত স্বপ্ন দেখে এবং পরের দিন তা ছাপিয়ে দেয়।
উল্লেখ্য, জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে নির্মিত সিনেমায় আজহারউদ্দিনের পুরো জীবনটা উঠে আসবে বলেই জানা গেছে।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৫/মাহবুব