বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ঢাকায় আসার ব্যাপারটি অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। অবশেষে তার আসার তারিখ চূড়ান্ত হয়েছে। তিনি ঢাকা আসছেন। আগামী ৩০ মে ঢাকার মাটিতে পা রাখবেন দীপিকা। ওই দিনই আবার চলে যাবেন তিনি। বসুন্ধরা কনভেনশন হলে একটি জমকালো অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীপিকাকে নিয়ে তাদের প্রডাক্ট ক্যাম্পেইনের অনুষ্ঠান শেষে এক্সক্লুসিভ আয়োজন রাখা হয়েছে। আর এই বিশেষ আয়োজনে একাধিক কোরিওগ্রাফারের সমন্বিত একটি টিম কাজ করছে। যেখানে দীপিকার সঙ্গে জনপ্রিয় গানে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় তারকারা। যেহেতু ইভেন্টটি লাক্সকে কেন্দ্র করে, তাই লাক্স সুন্দরীদের নিয়েই এই ইভেন্ট পরিচালনা করা হবে বলে জানা যায়।
তবে তথ্য প্রকাশে বেশ কড়াকড়ি মনোভাব পোষণ করছেন আয়োজকরা। তারা নিজেদের ব্যবসায়িক দিক চিন্তা করে তারা মুখে কুলুপ এঁটে আছেন। তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রে জানা গেছে, দীপিকার সঙ্গে বাংলাদেশের লাক্সতারকা বিভিন্ন পারফরমে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশি বেশ কয়েকজন জনপ্রিয় গায়কও অংশ নেবেন অনুষ্ঠানে। সবমিলিয়ে আয়োজকরা একটি চোখ ধাঁধানো অনুষ্ঠানের পরিকল্পনা চূড়ান্ত করেছেন।