নিজেকে পর্দায় নির্মেদ দেখানোর জন্য মডেল-অভিনেত্রীরা জিরো ফিগারে থাকার চেষ্টা করেন। কিন্তু ডায়েটের এ প্রক্রিয়া কতটা ভয়াবহ হতে পারে তা মার্কিন অভিনেত্রী রাচায়েলকে দেখলে বোঝা যায়। তাকে দেখলে চমকে উঠতে হয়। জীবন্ত কঙ্কাল। কারও সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। ঘুমাতে গেলে হাড় বিঁধে শরীরে অসহ্য যন্ত্রণা। কিছু মুখে দিলেই বমি। শরীরের প্রত্যেকটি হাড় গোনা যায়। হৃদস্পন্দন বাইরে থেকে দেখা যায়। কয়েক বছর আগেও অভিনয় ও মডেলিংই ছিল রাচায়েলের পেশা। ৩৭ বছর বয়সী এই মহিলার এখন করুণ হাল।
ওজন ১৮ কেজি। জিরো ফিগার করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। বাঁচার আশায় সোশ্যাল মিডিয়ায় চিকিৎসার জন্য চেয়েছেন অর্থ সাহায্য। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা রাচায়েল ফারকের শেষ আর্তি, 'আমার নাম রাচায়েল। আমি আপনার সাহায্য চাই। আপনার সাহায্য আমাদের খুব প্রয়োজন।'
শরীরে যাতে একটুও মেদ না থাকে, তাই শুরু করেছিলেন ডায়েট। খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। আর না খেয়ে খেয়ে তিনি অ্যানোরেঙ্য়িা রোগে আক্রান্ত হন। চিকিৎসকরা জানিয়েছেন, না খেয়ে রাচায়েলের কিডনি, লিভার প্রায় নষ্ট হয়ে গিয়েছে। হার্টের অবস্থাও শোচনীয়। যে কোনো সময় স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। চিকিৎসার বিপুল খরচ জোগাতে সাহায্য চেয়েছেন রাচায়েল।