বাংলাদেশের ধারাবাহিক নিয়ে অভিযোগ রয়েছে- গল্পে কোনো ভিন্নতা নেই। দিনের পর দিন একঘেয়েমি গল্প নিয়ে চলছে নাটকগুলো। ঠিক এখান থেকে বের হতে চেয়েছেন নির্মাতা দীপঙ্কর দীপন। তিনি রাজনৈতিক স্বাদের গল্প নিয়ে নির্মাণ করেছেন ধারাবাহিক 'গ্র্যান্ডমাস্টার'। এটি রচনা করেছেন শাহজাহান সৌরভ। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সৈয়দ হাসান ইমাম, শহীদুজ্জামান সেলিম, তারিন জাহান, কল্যাণ কোরাইয়া, হাসিন রওশন, সাজ্জাদ ইরফান, শাহেদ আলী প্রমুখ। সুজন মাহমুদ প্রযোজিত ধারাবাহিকটি চ্যানেল নাইনে আগামী শনিবার থেকে প্রচার শুরু হচ্ছে। রাজনীতির চাল আর পাল্টা চালের সংঘর্ষ নিয়ে তৈরি হয়েছে গ্র্যান্ড মাস্টার। মূলত একটি রাজনৈতিক পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্পটি। কিন্তু রাজনীতের মাঠ নয় তাদের পারিবারিক দ্বন্দ্বই মূল হয়ে দাঁড়ায়। সেই গল্পের মূলে রয়েছে পাঁচজন মানুষ। এক পুরুষ আর দুই নারী। সঙ্গে আছে দুজন বিজ্ঞ প্রবীণ। এরা সবাই নিজের প্রয়োজন, নিজের স্বার্থ আর সাম্রাজ্য ধরে রাখার যুদ্ধে অবতীর্ণ হয়। এ যুদ্ধের শেষ কোথায়?
দীপঙ্কর দীপন বলেন, 'চ্যালেঞ্জ হিসেবেই নাটকটি নির্মাণ করেছি। আমাদের দর্শক নাটক দেখে না? কেন দেখে না? বিষয়গুলো ভেবে গল্প তৈরি করা হয়েছে। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগার তালিকায় থাকবে।' নাটকের অন্যতম প্রধান শিল্পী তারিন জাহান বলেন, 'অসম্ভব সুন্দর গল্পের নাটক এটি। আর তাই দীর্ঘদিন পর আমি ধারাবাহিকে অভিনয় করেছি।'