গতকাল পর্দা নেমেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসরের। সকল সমালোচক আর চলচ্চিত্র বোদ্ধাদের ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণিত করে সেরা মুভি হিসেবে সর্বোচ্চ পুরস্কার পাম ডি'অর জিতেছে ফরাসি মুভি 'ধীপান'। তবে একটি বিষয় কারো নজর এড়ায়নি। তা হলো কান চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছে স্বাধীন ভারতীয় চলচ্চিত্র 'মাসান'।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ খবর জানিয়েছেন মুভিটির অভিনেত্রী রিচা চাড্ডা। এ পুরস্কার পাওয়ায় তারা সবাই খুবই গর্বিত বোধ করছেন বলে জানিয়েছেন। ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় 'মাসান' মুভিটি। এরপর পাঁচ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে মুভিটিকে সম্মান জানান উপস্থিত দর্শকরা।
নির্মাতা নিরাজ ঘাওয়ানের প্রথম পূর্ণদৈর্ঘ্য মুভি 'মাসান'র কাহিনি গড়ে উঠেছে বেনারসের প্রেক্ষাপটে ছোট শহরের চার ব্যক্তির জীবন নিয়ে। মুভিটিতে আরো অভিনয় করেছেন শোয়েতা ত্রিপাঠি, সঞ্জয় মিশরা এবং ভিকি কুশাল।
বিডি-প্রতিদিন/২৫ মে ২০১৫/শরীফ