বলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো অক্ষয় কুমারের সেলফি ঝড় তুলল ইন্টারনেটে। মূলত, বলিউডের তামাম হিরো-হিরোইনদের সেলফি ম্যানিয়ায় ভুগতে দেখা গেলেও অক্ষয় এর ব্যতিক্রম। তাই তার সেলফি দেখে শুধু ভক্তরাই নয়, অবাক হয়ে হুমড়ি খেয়ে পড়েন অনেক তারকাও।
'গাব্বার ইজ ব্যাক' সিনেমার এই অভিনেতা তার একটি সেলফি তুলে টুইটারে প্রকাশ করেন গতকাল। আর মুহূর্তেই যেন ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন তার ভক্তরা। সেলফি দেয়ার সময় অক্ষয় লেখেন, সবাইকে রবিবারের শুভেচ্ছা। আমার প্রথম সেলফি আশা করি সবার ভালো লাগবে।
উল্লেখ্য, সামনেই মুক্তি পাবে অক্ষয় অভিনীত সিনেমা 'ব্রাদার্স'। এই সিনেমাটি হলিউড সিনেমা 'ওয়ারিয়র্স' এর হিন্দি রিমেক। সিনেমাটিতে আরো অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকি শ্রফ। 'ওয়ারিয়র্স' আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে।
বিডি-প্রতিদিন/২৫ মে ২০১৫/এস আহমেদ