শহরের এক নামি হোটেলে মুখোমুখি শকুন্তলা সেন ও প্রিয়ব্রত রায়? প্রিয়ব্রত, স্বভাবে গোয়েন্দা টেনে বের করে আনবে মহানায়িকার অতীত। হ্যাঁ, মহানায়িকাই। মহানায়িকা বললেই যার ছবি ভেসে ওঠে তিনি সুচিত্রা সেন? তবে শকুন্তলা সেনও কি মহানায়িকা হতে পারেন না। আসলে নায়িকা থেকে মহানায়িকার সোপানে উত্তরণ খুঁজে পান কেউ কেউ। যেমন শকুন্তলা সেন? বাস্তবে অবশ্য তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রিয়ব্রত হয়ে যিনি তার সামনে বসে তিনি ইন্দ্রনীল সেনগুপ্ত। আর ক্যামেরার পিছনে আছেন পরিচালক সৈকত ভকত। চলছে তার প্রথম ছবি 'মহানায়িকা'র শুটিং। মহানায়িকা বললেই বাঙালির স্মৃতিতে ধরা দেয় ভুবনমোহিনী সুচিত্রা সেনের হাসিমুখ। আর এ ছবির 'মহানায়িকা' শকুন্তলা সেন। কোথাও কি কিছু মিল থেকে গেল। মিলের কথা উড়িয়ে দেন পরিচালক? তিনি বললেন, এ ছবি আদৌ সুচিত্রা সেনের বায়োপিক নয়। তবে একজন অত্যন্ত সফল নায়িকার জীবন হিসেবে যদি সুচিত্রা সেনের সঙ্গে শকুন্তলার কিছু মিল থেকে থাকে সেটা নায়িকাসুলভই। মহানায়িকা হিসেবে ঋতুপর্ণা সেনগুপ্তকে বেছে নেওয়াও বেশ তাৎপর্যপূর্ণ। কেননা টলিউডে বিগত দিন থেকে আজ অবধি নায়িকার আসন আক্ষরিক অর্থে ধরে রাখতে পারেন তবে তিনি ঋতুপর্ণাই।