লাখো পুরুষের স্বপ্নের নায়িকা যিনি, তিনি নিজে কাকে নিয়ে স্বপ্ন দেখেন? স্বামী ড্যানিয়েল ওয়েবারের প্রতি ভালোবাসা নিখাদ হলেও সানি লিওন বলছেন, তার স্বপ্নের পুরুষ অন্য কেউ। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, সম্প্রতি রিয়েলিটি শো 'সি্প্লটসভিলা সিজন এইট'-এর উদ্বোধনী অনুষ্ঠানে সানি লিওনকে জিজ্ঞেস করা হয়, ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে না করলে কার সঙ্গে প্রেম করতেন? উত্তরে সানি জানান, তার স্বপ্নপুরুষ আর কেউ নন, মার্কিন অভিনেতা ব্র্যাড পিট। সানি বলেন, আমি বিবাহিত। কিন্তু যদি আমি বিয়ে না করতাম আর একা হতাম, তাহলে আমি অবশ্যই ব্র্যাড পিটের সঙ্গে প্রেম করতে চাইতাম। আমার মনে হয় তিনি বিশ্বের সবচেয়ে সুন্দর পুরুষদের মধ্যে একজন। ২০১২ সালে 'জিসম টু' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সাবেক এই পর্নো তারকা। এরপর থেকে নিয়মিত সিনেমায় অভিনয় করছেন তিনি।
এক পাহেলি লিলা' এবং 'কুছ কুছ লোছা হ্যায়'-এর পর আগামীতে দুটি সিনেমায় দেখা যাবে সানিকে। সেগুলো হলো 'বেইমান লাভ' এবং 'ওয়ান নাইট স্ট্যান্ড'।