বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী কারিনা কাপুর অভিনীত সিনেমা মেরা নাম মেরির একটি গানের টিজার ইউটিউবে প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে গানের দৃশ্যে রূপালি পোশাকে কারিনা কাপুরের মোহময়ী রূপ সাড়া ফেলে দিয়েছে তার ভক্তদের মধ্যে।
৩০ সেকেন্ডের টিজার। তাতেই সরগরম ওয়েব দুনিয়া। সোমবার অক্ষয় কুমার তার টুইটার অ্যাকাউন্টে টিজারটির ভিডিও পোস্ট করে লিখে দেন, 'এই হল ব্রাদার্স ২০১৫-র Mera Naam Mary-র এক্সক্লুসিভ টিজার। উপভোগ করুন!'
করন মালহোত্রা পরিচালিত অ্যাকশন ড্রামা ব্রাদার্স আসলে ২০১১ সালের হলিউড ফিল্ম ওয়ারিয়রের রিমেক ভার্সান। অক্ষয় ছাড়াও সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকলিন ফার্নান্ডেজ ও জ্যাকি শ্রফ ছবিতে অভিনয় করছেন। ছবিটি আগামী ১৪ অগাস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।
https://www.youtube.com/watch?v=YsThEaswM8U
বিডি-প্রতিদিন/০৮ জুলাই, ২০১৫/মাহবুব