গত কয়েকদিন আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন বলিউড অভিনেত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হেমা মালিনী। তার দুর্ঘটনার সংবাদ কাভার করার জন্য সে সময় মিডিয়া উঠে পড়ে লাগে। তাই দুর্ঘটনার পর এবার সুস্থ হয়ে উঠতে না উঠতেই মিডিয়াকে দুষলেন হেমা। খবর আনন্দবাজার পত্রিকা
রাজস্থানের দৌসা সড়ক দুর্ঘটনা নিয়ে এই প্রথম টুইটারে মুখ খুললেন হেমা মালিনী। সব মিলিয়ে মোট ৮টি টুইট। আর, তাতেই সবার আগে মিডিয়াকে দুষলেন হেমা। এই নায়িকা-সাংসদের দাবি, যত দোষ মিডিয়ার! দুর্ঘটনাটি নিঃসন্দেহে দুঃখের, কিন্তু মিডিয়া তাকে সেই দুঃখটা আরও বাড়িয়ে তুলেছে।
টুইটে হেমা লিখছেন, খবরের জন্য ক্ষুধার্ত মিডিয়া যেভাবে তাকে আক্রমণ করেছে, তা মোটেই যুক্তিসঙ্গত নয়! দুর্ঘটনার পরে তিনি মানসিক এবং শারীরিক দু’দিক থেকেই বিপর্যস্ত ছিলেন। ফলে, অন্য কোনও দিকে মন দেওয়া তার পক্ষে সম্ভবই ছিল না! কিন্তু সাংবাদিকরা মনুষ্যত্বের একেবারে শেষ সীমায় নেমে গিয়ে কুৎসিতভাবে তাকে আক্রমণ করেই গিয়েছে! এর জবাবে সাংবাদিকদের কেবল একটাই কথা বলার আছে তার “লজ্জা করছে আপনাদের আচরণ দেখে”! অবশ্য, সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এও বলেছেন “ভগবান আপনাদের মঙ্গল করুন”।
এর পরের ধাপেই ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নিয়ে সরব হয়েছেন হেমা। এর আগে তার বড় মেয়ে এশা জানিয়েছিলেন যে, দরকার হলে পরিবারটিকে অর্থ সাহায্য করবেন তারা। এবার তিনি লিখেছেন, “আমি এ রকম কোন দাবি কী করে তুলতে পারি যে পরিবারটি একটু সচেতন হলে দুর্ঘটনা ঘটত না! ওই মেয়েটির সঙ্গেই আমি আমার হৃদয়ও হারিয়ে ফেলেছি!”
বিডি-প্রতিদিন/০৮ জুলাই, ২০১৫/মাহবুব