ঈদের ছুটিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতা অবস্থায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ বুধবার আইন-শৃঙ্খলা বাহিনীর এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী জানান, ঈদে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র্যাব- পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আকাশ পথে র্যাবের টহল থাকবে। সড়কগুলো মোবাইল টিম কাজ করবে।
আসাদুজ্জামান খাঁন কামাল আরো জানান, ঈদে সড়কপথে যানজট কমাতে গার্মেন্টস কারখানা আগে ভাগে ছুটি দেওয়া হবে। কারখানা মালিকদেরও আগে ভাগেই বেতন বোনাস দিতে বলা হয়েছে। মালিকরা এ ব্যাপারে একমত হয়েছেন। ১০ জুলাই থেকে পর্যায়ক্রমে কারখানার ছুটি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/৮ জুলাই ২০১৫/শরীফ