মার্কিন অভিনেত্রী লরেন গটলিব পরিচিত তার নাচের জন্যই। এবিসিডিতে নাচের মুদ্রাই তাকে জনপ্রিয় করেছিল। তবে এবার সেই ইমেজ থেকে বেরিয়ে আসতে চান তিনি। লরেন নাচনির্ভর মুভির বাইরে মূল ধারার বলিউড মুভি অর্থাৎ অ্যাকশন এবং রোমান্সেও নিজের ভিত শক্ত করে নিতে চান।
২৭ বছরের লরেনের বলিউড-যাত্রা শুরু পরিচালক রেমো ডি সুজার 'এনিবডি ক্যান ডান্স' দিয়ে। এর পরে বরুণ ধবন অভিনীত 'এ বি সি ডি ২' এবং জ্যাকি ভাগনানির বিপরীতে 'ওয়েলকাম টু করাচি'তেও অভিনয় করেছেন তিনি। এ বি সি ডি-গার্ল হয়ে ওঠার আগে ডান্স রিয়্যালিটি শো 'ঝলক দিখলা যা'য় ডান্স গুরু হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন লরেন।
তবে এখন এই ভাবমূর্তি থেকে ছুটি নিয়ে নিজেকে অন্য ভূমিকায় দেখতে চাইছেন মার্কিন এই মেয়েটি। ভারতে যখন তিনি প্রথম এসেছিলেন, তখন এখানকার ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের কিছুই জানতেন না। ফলে বলিউডে তার যাত্রাটাই ছিল শূন্য থেকে শুরু। লরেনের নিজের কথায়, কঠোর পরিশ্রমে তিনি নিজের দাঁড়াবার জায়গা তৈরি করেছেন। এখন সেখান থেকে এগিয়ে যেতে চান।
বিডি-প্রতিদিন/ ৮ জুলাই ২০১৫/শরীফ