স্বপ্ন সত্যি হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির। এক সময়ের রুশ সম্রাজ্ঞী ক্যাথেরিন দ্য গ্রেটের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এ জন্য ২০০০ সালে প্রকাশিত সর্বাধিক বিক্রি হওয়া 'ক্যাথেরিন দ্য গ্রেট অ্যান্ড পোটেমকিন : দ্য ইম্পেরিয়াল লাভ অ্যাফেয়ার'র স্বত্ব কিনে নিয়েছেন অস্কারজয়ী এ অভিনেত্রী। ক্যাথেরিনের সঙ্গে রুশ ঔপন্যাসিক ও সামরিক বাহিনীর প্রধান গ্রিগরি পোটেমকিনের বিয়ে নিয়ে বইটি লিখেছেন ব্রিটিশ ইতিহাসবিদ সিমন সেবাগ মন্টেফিওর। অনেক দিন ধরেই এমন রাজকীয় চরিত্রে অভিনয় করতে চাইছিলেন জোলি। জোলি কাজ করবেন জেনে উচ্ছ্বসিত সেবাগ মন্টেফিওর। তিনি বলেছেন, 'ক্যাথেরিন হচ্ছেন চূড়ান্ত নারীবাদী নায়ক। অ্যাঞ্জেলিনা এর দায়িত্ব নেওয়ায় স্বস্তি পাচ্ছি।'