বলিউডি কিং খান শাহরুখের বাড়ি রাতের আঁধারে আক্রান্ত হয়েছে। কড়া পাহারাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতারাতি বিভিন্ন আঁকিবুকিতে ভরিয়ে দিয়েছে শাহরুখ খানের বাড়ির দেওয়াল। ফলে তার মত ভিআইপির বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে চারদিকে।
কমলা, নীল, নিয়ন সবুজে রাঙানো আঁকাআঁকিতে ভরিয়ে দেওয়া হয়েছে তার বাড়ির দেওয়াল। তাতে লেখা ‘লাভ এসআরকে অ্যান্ড সি ইউ অন ফিফটিন্থ’। লেখার নীচে গৌরব নামে সইও করেছেন কোনও একজন। কিন্তু কে সে এবং এর কারণও বা কি? এসব দেখে রেগে গেছেন শাহরুখ খান। টুইট করে জানিয়েছেন, 'আমি শকড। আপনি একদিনও বাড়ির বাইরে থাকতে পারবেন না? থাকলেই এই কাণ্ড হবে?'
এদিকে, কড়া নিরাপত্তার মধ্যেও দেওয়ালে এমন লেখালেখি প্রশ্ন উঠেছে শাহরুখের নিরাপত্তা নিয়েও। তার মতো একজন প্রথম সারির তারকার বাড়ির দেওয়ালে এত বড় শিল্পকর্ম (?) করতে তো বেশ সময় লাগার কথা। তা কোনও নিরাপত্তারক্ষীর চোখে পড়ল না কেন? শাহরুখ এই ঘটনা নিয়ে কোনও অভিযোগ দায়ের না করলেও তোলপাড় পড়ে গিয়েছে মুম্বই পুলিশ মহলে। ওদিকে নিন্দুকে বলছে, এটা আবার নতুন কোনও প্রচারণার কৌশল নয়তো!
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৫/মাহবুব