ভারতের রাজস্থানের দৌসাতে গাড়ি দুর্ঘটনায় বলিউড অভিনেত্রী-বিজেপিসংসদ সদস্য হেমামালিনীকে দুষলেন দলের আরেক সংসদ সদস্য তথা ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সড়ক দুর্ঘটনায় দুই বছরের শিশুর মৃত্যুর জন্য হেমার গাফিলতিকেই দায়ী করেছেন বাবুল। বুধবার এনডিটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী একথা বলেন।
গাড়ি দুর্ঘটনার পর গতকালই টুইটারে মুখ খোলেন হেমা। শিশুটির মৃত্যুর জন্য তার বাবাকেই দায়ী করে তিনি বলেন (হেমা) আমার মনে হয় যদি মৃত শিশুটির বাবা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতেন তবে এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হত এবং বাচ্চা মেয়েটির জীবনও রক্ষা পেত। হেমার ওই মন্তব্যের পর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বাবা হর্ষ খান্ডেলওয়াল জানান, ‘হেমামালিনি যদি ওই মুহূর্তে তার ছোট্ট জখম বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যেতেন তবে হয়তো মেয়েকে বাঁচানো যেত, তার দাবি তিনি আইন মেনেই গাড়ি চালাচ্ছিলেন বরং সংসদ সদস্যের গাড়িটিই ১৫০ কিলোমিটার বেগে যাচ্ছিল’।
এদিকে, হেমা মালিনির টুইটের পরদিনই গাড়ি দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন বাবুল সুপ্রিয়। তিনি জানান, ‘দুর্ঘটনার সময় হেমামালিনী ছাড়াও যারা সেখানে উপস্থিত ছিলেন তারা ওই অবস্থায় বাচ্চাটিকে ওখানে ফেলে যাওয়াটাই মারাত্মক ভুল হয়েছে। এটা মেনে নেওয়া উচিত’।
উল্লেখ্য, গত ২ জুলাই রাতে রাজস্থানের দৌসাতে হেমামালিনীর মার্সিডিজ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মারুতি অল্টো গাড়ির। ঘটনায় মৃত্যু হয় অল্টো গাড়ির ভিতরে থাকা ২ বছরের শিশুকন্যার। জখম হন ৬৬ বছর বয়স্ক বিজেপি সংসদ সদস্য এবং মৃত শিশুর বাবা-মাসহ চারজন। ওইদিনই ফর্টিস হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীসহ বাকীদের। গত শনিবার হাসপাতাল থেকে ছাড়া পান হেমা। তবে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন মৃত শিশুর পরিবারের সদস্যরা।
বিডি-প্রতিদিন/ ০৯ জুলাই, ২০১৫/ রশিদা