বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই গতকাল বুধবার রাতে মিরা রাজপুতকে নিয়ে মুম্বাইতে ফিরেছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। ফেরার পথে দিল্লির বিমানবন্দরে তারা একসঙ্গে ক্যামেরাবন্দি হন।
পরিকল্পনা মতো আগামী ১২ জুলাই মুম্বাইতেই অনুষ্ঠিত হবে শহিদ-মিরার বিয়ের দ্বিতীয় পর্ব। বলিউডের নামীদামী তারকাসহ ৫০০ জন অতিথিকে দেখা যাবে শহিদ-মিরার আড়ম্বরপূর্ণ ওই বিবাহত্তোর সংবর্ধনায়।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৫/মাহবুব