টিভিতে টকশো অনেক দেখেছেন। এবার দেখবেন 'শো-টক'। এটি একটি টেলিফিল্ম। গল্পটি লিখেছেন মুন্নী সাহা। পরিচালনা করেছেন কামরুল হাসান। টকশোর বিভিন্ন বিষয় নিয়ে টেলিফিল্মটি নির্মিত হয়েছে। গল্পটিকে বিশ্বাসযোগ্য করতে প্রতিষ্ঠিত জনপ্রিয় টিভিমুখ, সাংবাদিক, উপস্থাপক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিনয় করেছেন। এ ছাড়াও বিভিন্ন চ্যানেলে জনপ্রিয় টকশোর অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে অভিনয় করেছেন ব্যারিস্টার রফিক-উল-হক, ড. মুহম্মদ জাফর ইকবাল, তারিক আনাম খান, ড. ইনামুল হক, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, মুন্নী সাহা, মোস্তফা ফিরোজ, জিল্লুর রহমান, অঞ্জন রায়, নাঈমুল ইসলাম খান, সরকার ফিরোজ, প্রভাষ আমিন প্রমুখ। সঙ্গে বিভিন্ন টিভির নেপথ্যকর্মীসহ প্রায় ৫০০ মানুষ।
কথায় আছে, বাঙালির নরকে দারোয়ান লাগে না। অর্থাৎ আমরা কেউ কারও ভালো চাই না। কারও সঙ্গে মতের মিল হয় না। আমাদের সমাজে এখন পরস্পরের সঙ্গে একমত হওয়াটাও একটি অস্বাভাবিক ঘটনা। ঠিক এ বিষয়টি নিয়েই শো-টক টেলিফিল্মের গল্প।
'শো-টক' প্রচার হবে এটিএন নিউজের ঈদ অনুষ্ঠানমালায়।