কাল যাত্রাশিল্পীদের সমাবেশ
আগামীকাল বিকালে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে যাত্রাশিল্পীদের মহাসম্মিলন। এই সম্মিলনে উপস্থিত থাকবেন দেশের যাত্রা দল মালিক, ম্যানেজার, পালাকার, শিল্পী ও কলাকুশলীসহ যাত্রাশিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। সম্মিলনে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের একটি নির্বাহী কমিটিও গঠন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
১৫ জুলাই শেক্সপিয়রের 'হ্যামলেট'
১৫ জুলাই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উইলিয়াম শেক্সপিয়রের কাহিনী অবলম্বনে রচিত বিশ্ববিখ্যাত নাটক 'হ্যামলেট' মঞ্চায়ন হবে। শেক্সপিয়রের তত্ত্বাবধানে বেড়ে ওঠা লন্ডনের গ্লোব থিয়েটার এ নাটকটি মঞ্চায়ন করবে। ঢাকা থিয়েটারের আমন্ত্রণে ১৪ জুলাই লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছাবেন গ্লোব থিয়েটারের নাট্যকর্মীরা। গ্লোব থিয়েটারের হ্যামলেট নাটকের নির্দেশনায় রয়েছেন ডমিনিক ড্রমগুল ও বিল বাকহার্স্ট। আর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন লাডি এমেরুয়া, অ্যাফেলিয়, ফোবি ফিল্ডস, কিথ বার্টলেট, মিরান্ডা ফস্টার, বেরুস খান, জেনিফার লিয়ং, টম লরেন্স, আমান্ডা উইলকিন প্রমুখ। শেক্সপিয়রের ৪৫০তম জয়ন্তী উপলক্ষে বিশ্বব্যাপী সমাদৃত এই 'হ্যামলেট' নাটকটি নিয়ে বিশ্বভ্রমণের [২০৫টি দেশে] অংশ হিসেবে এবং এ দেশের নাটকের দল ঢাকা থিয়েটারের আমন্ত্রণে দলটির এই সফর।
আজ 'অন্ধকারে মিথেন'
আগন্তুক থিয়েটারের প্রযোজনায় আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে ভিন্নধর্মী গল্পের নাটক 'অন্ধকারে মিথেন'। পান্থ শাহরিয়ারের রচনা ও নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আগন্তুকের নিয়মিত শিল্পীরা।
২৬ জুলাই 'সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা'
২৬ জুলাই সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে বাংলাদেশ থিয়েটার প্রযোজিত নাটক 'সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা'। আবদুল আজিজের নবনাট্যরূপে নাটকটির নির্দেশনায় রয়েছেন খন্দকার শাহ আলম। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন খন্দকার শাহ আলম, ফাতেমা বেগম সুমি, নবীয়া ইসলাম রীতা, মাসুদা খান, আবদুল আজিজ, শফি কামাল প্রমুখ।