পদবী খান। তিনি কট্টর মুসলিম। কিন্তু মুসলিম ভক্তদের সমর্থন ছাড়া কি তার ছবি জনপ্রিয় হয় না? স্বয়ং সালমান খান না কি জানিয়েছেন, তার ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করার পিছনে তার মুসলিম ভক্তদেরই অবদান রয়েছে! এই ধরনের মন্তব্যই আপাতত ঘুরছে হোয়াটসঅ্যাপে।
আর এ ধরনের মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন বলিউড সুপারস্টার। তিনি মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে লিখিত অভিযোগও দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, এ ধরনের মন্তব্য তিনি কখনওই করেননি। তার নামে অপপ্রচার চালানো হচ্ছে।
হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বিষয়টি প্রথম নজরে আসে সালমানের। সেখানেই পাওয়া গেছে এর স্ক্রিন শট। যা এখন সকলের হাতে হাতে ঘুরছে। তারপরই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কে বা কারা কী উদ্দেশে এ কাজ করল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে সামনে ঈদের সময় মুক্তি পাবে ‘বজরঙ্গি ভাইজান’। সেই ব্যবসায় ভাগ বসাতেই কি এই অদ্ভুত রটনা? বলিউডের একাংশ কিন্তু সে আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৫/মাহবুব