বাচ্চা দত্তক নিতে চান ঢালিউডের উঠতি নায়িকা মিষ্টি জান্নাত। আর এ চাহিদার কথা মিষ্টি নিজেই আজ ২৩ জুলাই ফেসবুকে জানিয়েছেন। সেক্ষেত্রে কেমন বাচ্চা তার পছন্দ তারও একটা বর্ণনা দিয়েছেন। তার ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-
''আমি বাচ্চাদের ভালোবাসি..!!!! তাই আমি একটা বাচ্চা দত্তক নিতে চাই। অনেক সুন্দর একটা শিশু। ২ থেকে ৩ বছর বয়সের হলে ভালো হয়। কারো জানা থাকলে দয়া করে আমাকে জানাবেন। তথ্যদানকারীকেও উপহার দেয়া হবে। যার কাছ থেকে বাচ্চা আনবো তাকেও উপহার দেয়া হবে। আমি মন থেকেই এটা চাইছি।''
মিষ্টি জান্নাত ২০১৪ সালের মাঝামাঝি সময় লাভ স্টেশন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। মিষ্টি জান্নাত অভিনীত দ্বিতীয় সিনেমা চিনি বিবি ২৪ এপ্রিল সারাদেশে মুক্তি পেয়েছে। ভালোবেসে ছুঁয়ে দিলাম শিরোনামের সিনেমার কাজ করছেন এ অভিনেত্রী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী সোহম। এ ছাড়াও বেশ কয়েকটি সিনেমার ব্যাপারে কথা চলছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২৩ জুলাই ২০১৫/ এস আহমেদ