একের পর এক রেকর্ড গড়ে ভারতের বক্স-অফিস তোলপাড় করে ফেলা তেলেগু সিনেমা ‘বাহুবালি’ এবার নাম লেখালো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়। বিশ্বের সবচেয়ে বড় পোস্টারের রেকর্ড গড়েছে সিনেমাটি।
চলতি বছরের ২৭ জুন, সিনেমাটি মুক্তির আগ দিয়ে কোচিতে অনুষ্ঠিত হয় সিনেমাটির অডিও লঞ্চিং অনুষ্ঠান। অনুষ্ঠানটির জন্য সিনেমার পরিবেশক সংস্থা গ্লোবাল ইউনাইটেড মিডিয়া পরিকল্পনা করে বিশ্বের সবচেয়ে বড় পোস্টার তৈরির। সিনেমার নির্মাতা এসএস রাজামৌলির নিজে নকশা করেন পোস্টারটি।
গিনেস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘বাহুবালি’র আগে সবচেয়ে বড় পোস্টারের রেকর্ডটি দখলে ছিল ৫০ হাজার ৬৮৭ বর্গফুট আকারের একটি পোস্টারের। ৫১ হাজার ৫৯৮ বর্গফুটের পোস্টার তৈরি করে সেই রেকর্ড ভাঙ্গেন ‘বাহুবালি’র নির্মাতারা। ৩০ জনের একটি দল তিন দিন, তিন রাত অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেন পোস্টারটি।
তেলেগু সিনেমা ‘বাহুবালি’কে বলা হচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। আড়াইশ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি এর মধ্যেই বিশ্বব্যাপি আয় করে নিয়েছে সাড়ে তিনশ কোটি রুপি। সর্বোচ্চ উদ্বোধনী আয়, দ্রুততম শত কোটি আয়সহ বেশ কিছু রেকর্ড ঝুলিতে পুরে এখন ভারতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হওয়ার পথে প্রাভাস, রান্না ডাগ্গুবাতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া অভিনীত সিনেমাটি।
বিডি-প্রতিদিন/২৩ জুলাই ২০১৫/ এস আহমেদ