বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন শ্রেয়া। ফেসবুকে স্বামীর সঙ্গে ঘুরে বেড়ানোর ছবিও দিয়েছেন তিনি। ৩১ বছর বয়সী এই গায়িকা বলেছেন, 'বিয়ের পর খুব সুখে আছি। কিছুই পাল্টায়নি। সবকিছু আগের মতোই আছে।' এ বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রেয়া। তার জীবনসঙ্গী হিপকাস্ক ডটকমের প্রতিষ্ঠাতা। এদিকে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে সেরার সেরা বাঙালি পুরস্কার পেলেন শ্রেয়া। আমেরিকায় পঞ্চমবারের মতো গিয়ে এই সম্মাননাও গ্রহণ করেছেন তিনি। এই সফরে ওয়াশিংটন, লসঅ্যাঞ্জেলেস, সানফ্রান্সিসকো, সিনসিনাটি এবং ট্যাম্পায় গাইবেন ভারতীয় এই গায়িকা।