বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন দীর্ঘদিনের বিরতির পর ফিরছেন 'জাজবা' ছবির মাধ্যমে। তাই যেন চমকের ঝাঁপি খুলে মেলে ধরেছে ছবিটি। এতে নাকি অভিনয় করছেন অ্যাশের শ্বশুরমশাই। তবে বিষয়টি এখনো 'শোনাকথা'র মধ্যেই আছে। কারণ কেউ মুখ খোলেননি। না অমিতাভ বচ্চন কিংবা খোদ পরিচালক উমাঙ্গ কুমার। ছবিটির গল্প পাকিস্তানের জেলে ফাঁসি হওয়া ভারতীয় কৃষক সর্বজিৎ সিংহের জীবনী নিয়ে। যেখানে সর্বজিতের বোন দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বর্য। ৪১ বছর বয়সী সাবেক এ বিশ্বসুন্দরী মা হওয়ার পর এ ছবির মাধ্যমেই ক্যামেরার রোশনিতে ফিরছেন। ছবিতে পাকিস্তানি আইনজীবী, যিনি দলবীরের হয়ে আইনি লড়াই লড়েছিলেন তার চরিত্রে দেখা মিলবে অমিতাভ বচ্চনের। তবে আইনজীবীর চরিত্র নিয়ে কিছুটা দ্বিধায় আছেন পরিচালক। এই চরিত্রের জন্য তার পছন্দ দুজন। সম্ভাব্য তালিকায় আছেন অবশ্যই বিগ বি, অন্যজন ইরফান খান। চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে আরও দিন কয়েক বাদে।